খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মো. তাজ উদ্দিন। সোমবার (১০ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ইউএনও রাশিদা আক্তার। এরপর দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও।
জানা গেছে, যোগদানের পূর্বে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের সিনিয়র কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা যশোর।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজ উদ্দিন বলেন, খানসামাবাসীর জন্য ২৪ ঘন্টাই ইউএনও এর দরজা খোলা, যে কোন প্রয়োজনে আমার কাছে সরাসরি আসবেন। সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]