এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
-দ্রব্যমূল্যের অগ্রগতি অসহায়ত্ব জীবন ব্যবস্থা বিভিন্ন অনিয়মের বিরূদ্ধে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ জুলা-২০২৩) মঙ্গলবার বৈকাল ৩টায় ওলামা মাশায়েখ সম্মেলন বিরামপুর রাসেল মিনি স্টেডিয়াম (পাইলট স্কুল মাঠ) নতুন বাজার বিরামপুর
অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়ার নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সাহেখে চরমোনাই। প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল হক আজাদ,নায়েবে আমির ইসলামি বাংলাদেশ ও সিনিয়র মুহাদ্দিস মাদ্রাসা বগুড়া। আয়োজনে ছিলেন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষধ। দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা বিরামপুর দিনাজপুর। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশ পরিচালনায় দেশের মানুষ এখন দেশের মানুষ অশান্তি কষ্ট ও দুঃখের মধ্যে রয়েছে। তারা অনেক লুটপাট করেছে,অনেক অর্থ বিদেশে পাচার করেছে,এরই ফলে দেশের মানুষ সকল প্রকার দ্রব্যমূল্যের অগ্রগতি মুলে দেশের মানুষ অশান্তির মধ্যে রয়েছে। তারা আসন্ন নির্বাচনে নিরপেক্ষ সরকার গঠনের ব্যবস্থার জোর দাবি জানান। উক্ত সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে অনেক মাওলানা মাশায়েখ গণ দলে দলে এসে উপস্থিত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]