মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জ পরিদর্শন এবং গণসংযোগ করেছেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলাধীন আমলাগাছী বি.এম. হাইস্কুল সংলগ্ন রাস্তার নির্মাণ কাজ ও ছাদ বাগানে বৃক্ষরোপনের উদ্বোধন শেষে উপজেলার আমলাগাছী বাজার, বোর্ডের ঘর বাজার, ঢোলভাঙ্গা বাজার, ঠুটিয়াপাকুর বাজারসহ বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের মহাযোগ্য গুলো তুলে ধরে আগামীতে স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠায় পূর্নরায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন।
এর আগে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটির যৌথ সভায় অংশগ্রহণ করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।