মোঃআকতারু জ্জামান, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় জনাব মো: মোস্তফা মঞ্জুর, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নীলফামারী,জনাব মো: মোক্তারুল আলম,অফিসার ইনচার্জ, জলঢাকা থানা এর নেতৃত্বে মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব এস,এম রাসেল পারভেজ, পুলিশ পরিদর্শক, আইসি মীরগঞ্জ তদন্ত কেন্দ্রসহ জলঢকা থানার একটি বিশেষ টিম গত ০৯/৭/২৩ ভবেশ চন্দ্র নামের এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামী মৃনাল চন্দ্র (৩৫), পিতা:দীনেশ চন্দ্র,রাজবাড়ী, জেলা:নীলফামারী’কে পঞ্চগড় জেলার বাংলাবান্ধা এলাকা থেকে আজ ভোরে গ্রেফতার করেন।