দিনাজপুর রংপুর মহা সড়কের চিরিরবন্দরে চাম্পাতলীতে মাইক্রোবাসের ধাক্কায় রুহুল আমিন নামে সেনাবাহিনীর ৮ম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন কর্পোরাল নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ধোপাকল বাঙ্গালীপুর গ্রামের জাকির হোসাইনের ছেলে।
স্হানীয়রা জানান, মহাসড়কের চিরিরবন্দরের ৩ নং ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী ফকিরের মোড় এলাকায় ব্রীজের পূর্ব পার্শ্বে সৈয়দপুর হয়ে রংপুরগামী একটি মাইক্রোবাস মোটর সাইকেলকটির পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে দুঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোটর সাইকেল চালক।
হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল হক জানান, দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক রুহুল আমিন সেনা বাহিনীর ৮ম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্পোরাল পদে ঢাকায় কর্মরত ছিলেন।
চিরিরবন্দর থানার ইনচার্জ বজলুর রশিদ জানান, দুর্ঘটনার কারনে মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে আরোহিসহ চালক পালিয়ে গেছে। কিছু সময়ের জন্য মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনেন তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]