দিনাজপুরের ফুলবাড়ীতে হারিয়ে যাওয়া ৮ বছর বয়সী এক শিশুকে নিজ বাড়িতে ৪ দিন রেখে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ হাসান মেহেদী রুবেল।
গত ১৫ জুলাই ঢাকা থেকে নিজ বাড়ি বদরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে করে আসছিল ছোট শিশু বাপিয়া, ফুলবাড়ী রেল স্টেশনে ট্রেনটি দাঁড়ালে পানি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন বাপিয়া পানি খেতে খেতে ট্রেন ছেড়ে দেয়,বাপিয়া ট্রেনে উঠতে না পেরে ফুলবাড়ির শহরের নিমতলা মোড়ের দিকে রওনা করে, ঢাকা মোড় থেকে একটি অটোতে উঠে, সেই অটোতে বসা ছিলেন সৈয়দ হাসান মেহেদি রুবেলের স্ত্রী,বাপিয়াকে একা দেখে তিনি জিজ্ঞাসা করেন কোথায় যাবে, বাপিয়া বলে ফুলবাড়ীতে যাব,তিনি আবার জিজ্ঞাসা করেন ফুলবাড়ী কোথায় যাবে, বাপিয়া তেমন কিছু বলতে না পারলে, সৈয়দ হাসান মেহেদি রুবেলের স্ত্রী বুঝতে পারেন সে হয়তো হারিয়ে গেছে,পড়ে তাকে তার বাসার কথা জিজ্ঞাসা করেন সে উত্তরে বেশি কিছু বলতে না পারায় তাকে তিনি বাসায় নিয়ে আসেন।
পরে জিজ্ঞাসা করেলে সে তার বাবা-মায়ের নাম বলতে পারে এবং তার বাড়ি বদরগঞ্জে সেটাও বলে এর বেশি কিছু সে বলতে পারেনি।
এরপর শিশু বাচ্চা বাপিয়ার পরিবারকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সহ একটি পোস্ট করেন সৈয়দ হাসান মেহেদী রুবেল, পোস্টটি অনেকেই শেয়ার করেন এবং কপি করে পোস্ট করেন।
চারদিন পর বাপিয়ার পরিবারের কাছে খবর যায় সে ফুলবাড়ীতে সৈয়দ হাসান মেহেদী রুবেলের বাসায় নিরাপদে রয়েছে।
আজ ১৮ জুলাই মঙ্গলবার বিকেল চারটায় বাপিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে নেওয়ার জন্য তার নানি, খালা, এবং ভাই আসেন।
পরে তাদের হাতে বাপিয়াকে তুলে দেন সৈয়দ হাসান মেহেদী রুবেল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল বলেন, চার দিন যাবত বাপিয়াকে যত্নের সাথে রাখার চেষ্টা করেছি, আমার স্ত্রী তাকে সন্তানের মত রেখেছে। আজ তার পরিবারের খোঁজখবর পাওয়ায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করলাম।
যারা তার পরিবারেরকে খুঁজে পেতে ফেসবুকে আমার পোস্টটি শেয়ার করেছেন এবং কপি করে পোস্ট করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সৈয়দ হাসান মেহেদী রুবেলের এমন মানবিক কাজের জন্য বিভিন্ন মহল থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।