চিরিরবন্দরে দুই দিনব্যাপী সাহিত্য মেলা
মোঃ আকতারুজ্জামান স্টাফ রিপোর্টার।
দিনাজপুর চিরিরবন্দরে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায়, প্রবন্ধ পাঠ ও লেখক কর্মশালার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান বলেন, “তরুণ প্রজন্মকে অধিক পরিমাণে বই পড়তে হবে।বই পড়ে কেউ দেওলিয়া হয়নি বরং অনেকেই বই পড়ে জ্ঞানী হয়েছে”।
সাহিত্য মেলা ও আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন, কবি ও গবেষক অধ্যক্ষ ড. মাসুদুল হক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব মাসুদ মুস্তাফিজ, জেলা কালচারাল অফিসার জনাব মীন আরা পারভীন, কবি ও সাহিত্যিক দ্বীজেন্দ্র নাথ ব্যানার্জী, কবি ও সাহিত্যিক জ্যোতিষ চন্দ্র রায় (বাসব) এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সংবাদিক ও এফ এম মোরশেদ উল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।