গাইবান্ধা জেলার সদর হাসপাতাল রোডে মোঃ মোরশেদ আলম নামে এক ব্যাক্তি বিগত ৬-৭ বছর ধরে Bmdc reg no A-২১২৪৭
ব্যবহার করে প্রাইভেট প্র্যাকটিস করে আসছিল।
গাইবান্ধা সিভিল সাের্জন কার্যালয়ে সুনির্দিষ্ট অভিযোগ এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করে জানা যায় ডাঃ মোঃ মোরশেদ আলম টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বাসিন্দা এবং উনি টাংগাইলে আয়েশা মেমোরিয়াল হসপিটাল এ নিয়মিত প্র্যাকটিস করেন। বলাকা ছাড়াও গাইবান্ধার আরো অনেক ডায়াগ্নস্টিক্স সেন্টারে উনি বসেন।
আজ গাইবান্ধা জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডাঃ আঃ ম আখতারুজ্জামান স্যারের পরামর্শে এবং গাইবান্ধা জেলার সম্মানিত ডিসি স্যার এবং র্যাব -১৩ এর সার্বিক সহযোগিতায় উক্ত ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৯০০০০টাকা জরিমানা করা হয়। উক্ত ভুয়া চিকিৎসক ৯০০০০টাকা জরিমানা প্রদান করেন এবং ভবিষ্যতে এজাতীয় প্রতারণা না করার মুছলেকা প্রদান করেন।
সকলকে অনুরোধ করছি উনি সহ আরো যারা এভাবে গাইবান্ধার অসহায় মানুষের সাথে প্রতারণা করছেন তাদের তথ্য প্রদান করুন এবং তাদেরকে যে প্রতিসঠান সমূহ প্রশ্রয় দিচ্ছেন তারা সাবধান হোন। দুই পয়সা লাভের আশায় গরিব দুখি মানুষের সর্বনাশ করবেন না।
অনেক ডায়াগ্নস্টিক্স এর মালিকগণ ডাক্তার না থাকলে নিজেরাই ডাক্তার সেজে রুগি দেখেন।সিভিল সার্জন মহোদয়সহ অন্যান্য যারা আছেন তারা স্বতপ্রণোদিত হয়ে এই অনিয়ম গুলি দেখবেন বলে আমরা গাইবান্ধাবাসি আশা প্রকাশ করছি।
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।