বিরামপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর যমজ তিন ভাই বোনকে রেলমন্ত্রীর সহধর্মিণী উপহার সামগ্রী প্রদান
দিনাজপুর বিরামপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর দারিদ্র পরিবারের যমজ তিন ভাই-বোন,ভাই লাসার সৌরভ মুর্মু,বোন মেরি মৌমিতা মুর্মু ও মারতা জেনিভিয়া মুর্মু। উক্ত খবরে তিন ভাই-বোনের বাড়িতে ফুল,উপহার সামগ্রী ও মিষ্টি নিয়ে উপস্থিত হন রেলমন্ত্রীর সহধর্মিণী ও বিরামপুরের কৃতিসন্তান শাম্মী আকতার মনি।
আজ (৫ আগষ্ট-২৩) শনিবার বিকেলে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাড়িতে হাজির হন তিনি। এ সময় যমজ তিন ভাই-বোনকে উপহার সামগ্রী সহ মিষ্টি,পোশাক ও কিছু নগদ অর্থ প্রদান করেন রেলমন্ত্রীর সহধর্মিণী ও বিরামপুরের কৃতিসন্তান শাম্মী আকতার মনি। যমজ তিন ভাই-বোন,ভাই লাসার সৌরভ মুর্মু,বোন মেরি মৌমিতা মুর্মু ও মারতা জেনিভিয়া মুর্মুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়,চলতি বছর বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের বাবা জোহানেস মুরমু একটি বে-সরকারি সংস্থায় চাকুরি করেন। তাদের লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছা দেখে মা-বাবা আর্থিক অনটনের মাঝেও ছেলে-মেয়ের লেখাপড়া চালিয়ে যান। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল মঞ্জুরুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম মিলন,প্রভাষক কালীপ্রসন্ন সরকার,ইমরান হোসেন,মাহাবুবুল আলম নেনার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানতে চাইলে রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আকতার মনি বলেন,যমজ তিন ভাই-বোনসহ তাদের মা-বাবাকে সাধুবাদ জানাই।
তাদের অনেক মেধা আছে। পাশাপাশি বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রমে তারা ভালো ফলাফল করেছে। তাদের প্রতি শুভকামনা রইল। তিনি আরও বলেন,দারিদ্রতাকে পেছনে ফেলে যমজ তিন ভাই-বোন বিরল অর্জনের খবর স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরে তাদের বাড়িতে আসছি। তাদের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য হলো, এতে করে তারা পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়বে। যমজ তিন ভাই-বোন যতদিন পড়াশুনা করবে তাদের লেখাপড়ার খরচ ততদিন চালিয়ে যাবে বলে তিনি আশ্বাস্তত করেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]