ডিসির প্রশংসা নয় উন্নয়নের সংবাদ তুলে ধরার আহবান :রংপুরের ডিসি
টাকার প্রতি লোভ নেই, ফলে আমার কাছে দুর্নীতির কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেন, কোনো ব্যক্তি কিংবা ডিসির প্রশংসা করে সংবাদ প্রকাশ না করে উন্নয়নের সংবাদ তুলে ধরার আহবান জানান তিনি। কেননা রংপুরের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনেক। এজন্য সাংবাদিকদের রংপুরের সম্ভাবনা, প্রয়োজন, গুরুত্ব তুলে ধরার অনুরোধও জানান তিনি।
রোববার(৫ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসকের হলরুমে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, রংপুরকে ঢেলে সাজাতে রংপুরের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সেই চিত্র দেখে জনপ্রতিনিধিরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে উন্নয়ন করবে। আমরা সেবার জন্য আছি। আমাদের ওপর মনিটরিং রয়েছে। কারো বিচ্যুতি ঘটলে, সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রংপুরে এর ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। রংপুর বিভাগীয় কমিশনার স্যার বিষয়গুলো দেখছেন। কোনো বিষয় সামনে আসলে বিষয়গুলো তদন্ত করে দেখা হয়। কেউ দোষী সাব্যস্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি অপু, রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনসহ কর্মরত সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]