মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন
হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্লগার আসাদ নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কটুক্তির প্রতিবাদ ও তার শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ৯আগষ্ট) বাদ আছরের দিকে রংপুর সিটি কর্পোরেশন এর ১৫ নং ওয়ার্ডের দর্শনা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে আবার ওই পয়েন্ট এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন শাফিউল ইসলাম শাফি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, মোকলেছুর রহমান শাহীন, সুত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক, দর্শনা জামে মসজিদের ইমাম, মাওলানা ইমরান, গোলাম রব্বানী, মেহাইমিনুল ইসলাম সিয়াম, ইমতিয়াজ হোসেন মিথুন, তাজিদুল ইসলাম হৃদয়, শিশির, সিমান্ত, নিনাদসহ এলাকার অনেকে।
এসময় বক্তব্যরা বলেন, ব্লগার আসাদ নুর এর দৃষ্টান্ত মূলক শাস্তি না দেওয়া হলে এর থেকে কঠোরে আন্দোলন করবেন তারা