রংপুরের পুরাতন ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদরাসা ও এতিমখানার ১০০ শিক্ষার্থী উপহার পেল কোরআন শরিফ।
আজ দুপুরে রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে এ কোরআন শরিফ বিতরণ করা হয়।
কোরআন শরিফ পেয়ে আনন্দ প্রকাশ করেছে এতিম শিক্ষার্থীরা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম সর্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার এলাহি মুরাদ, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, যুবনেতা মাহমুদুর রহমান অভি, রেজাউল করিম, জাবেদ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।