গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি মোঃ আব্দুল বাতেন বাংলাদেশ পুলিশের ডিআইজি রংপুর রেঞ্জ।পরে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে বিকালে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক মত বিনিময় সভা গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শুরু হয় কেএম আজমিরুজামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারী, মোঃ আশরাফুল আলম সরকার লেবু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ মোঃ নূর -এ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইমদাদুল হক বাবলু ।
এর আগে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত শিবিরের তাণ্ডবে নিহত চার পুলিশের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি মোঃ আব্দুল বাতেন বাংলাদেশ পুলিশের ডিআইজি রংপুর রেঞ্জ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল বাতেন বলেন, দেশের ভিতরে যারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের সবাইকে জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা গড়ে তুলতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি ও সন্ত্রাসীরা দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু করেছে। এরা মাদক ও জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে । বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের যে ৪ জন পুলিশ হত্যা করা হয়েছে অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনা হবে। মানুষ হত্যা করা দেশের আইন ও কুরআন বিরোধী।
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।