গাইবান্ধার সুন্দরগঞ্জে নারকীয় ও ভয়াবহ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সন্ধ্যায় শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইয়াদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রাজুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম লেবু।
। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিনী সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি,, মোঃ সাজেদুল ইসলা, যুগ্ম সাধারণ সম্পাদক , মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ কবির মুকুল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান লিটু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আশিকুজ্জামান তুহিন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন ভয়াবহ ২১ আগস্ট হামলা ছিল মানবতা বিরোধী।২১ আগস্ট রাজনীতির গভীর ক্ষত। ২১আগস্ট গ্রেনেড হামলা ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতা।এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা গুম,ষড়যন্ত্র, দুর্নীতি বন্ধু শাসনকে চিরস্থায়ী করা। বক্তারা আরো বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ পাঁচজনকে হত্যা করা হয়েছে। দ্রুত এই গ্রেড হামলাকারীদের বিচারের রায় অতি দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। এর আগে একটি মিছিল ধর্মপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।