পার্বতীপুরে গলায় ফাশ দিয়ে বৃদ্ধে,র মৃত্যু।
দিনাজপুরের পার্বতীপুরে ভবেশ চন্দ্র (৮০) নামে এক ব্যক্তি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। (২২ আগষ্ট) মঙ্গলবার উপজেলার ২ নং মন্মথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে খোড়াখাই পশ্চিম পাড়ায় সকাল ৫ টার দিক এ ঘটনা ঘটে। পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, পরে কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের হাতে তুলে দেন।
ঘটনা স্থলে গিয়ে জানা যায়, বার্ধক্যজনিত কারনে ভবেশ চন্দ্র নানা ধরনের রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। এতে বেশ কিছু দিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। সমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান ভবেশ চন্দ্র। সকালে তার ছেলে বাবু চন্দ্রের ঘুম ভাঙলে দেখতে পান তার বাবা ভবেশ চন্দ্র ঘরের বারানদায় ঝুলন্ত অবস্থায় ছটফট করছে। তৎক্ষনাৎ বাবু তার বাবা কে বাচানোর জন্য রশী কেটে নিছে নামায় তার কিছুক্ষণ পর ভবেশ চন্দ্র মারা যায়।
প্রত্যক্ষদশীরা জানায়, ভবেশ চন্দ্র বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তার আক্রান্ত রোগের জালা সহ্য করতে না পেরে গলার রশি দিয়ে মারা যায়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার এস আই কামাল'র নিকট জানতে চাইলে তিনি এ-ই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার বা কারো কোন প্রকার অভিযোগ না থাকায় এলাকার মান্যগণ্যের উপস্থিতিতে মরদেহটি ময়না তদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]