পীরগাছায় মুক্তিযোদ্ধা আব্দুর রউফ আনসারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল
রংপুরের পীরগাছায় বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রউফ আনসারী স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
ভাতিপাড়া এন.এ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুছ ভুঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মহানী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান অলিপ, তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ইট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মিঠু, সহকারী শিক্ষক আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সদস্য জুয়েল আনসারী, মোবাইল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা, সৃষ্টি বাতি ঘরের স্বত্ত্বাধিকারী সুজন মিয়া প্রমুখ।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেকমামুদ বন্ধু স্পোর্টিং ক্লাব ব্রাহ্মণীকুন্ডা সততা স্পোর্টিং ক্লাবকে ০/১ গোলে পরাজিত করে।
খেলায় ধারাভাষ্য ছিলেন সোহানুর রহমান সোহাগ। রেফারির দায়িত্ব পালন করেন হামিদুল ইসলাম এ্যামিলি ও জাহাঙ্গীর আলম।