নোয়াখালীতে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্যানকেয়ার হাসপাতালের অনিয়মের নিউজ সংগ্রহকালে ম্যাজিট্রেট এর উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় দেশ টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি রিফাত মির্জার উপর হামলা করে হাসপাতালের মালিক মানিক।
২৪ আগস্ট নোয়াখালী প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি রিফাত মির্জার উপর হামলাকারী মানিকের শাস্তির দাবিতে মানববন্ধন করের কর্মরত সাংবাদিকরা
এই সময় মানববন্ধনে ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি শাহ ওসমান সুজন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, ইউএনবি নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ। এতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]