:কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লার নির্দেশে কাউনিয়া থানা পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে জুয়ার সরাঞ্জাম সহ ছয় জুয়ারুকে আটক করছে থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রাজিব গ্রামের বাঁধেরপাড় রাস্তার পাশে আব্দুল হাকিম মেম্বারের বাঁশ ঝারের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায়
পূর্ব রাজিব গ্রামের মোঃ আজগর আলী ছেলে আমিরুল ইসলাম (২৩), এছাড়াও খোপাতি গ্রামের সুরসুরি বাজারের মিলনের চায়ের দোকানের মধ্যে জুয়া খেলারত অবস্থায় খোপাতী বেটুবাড়ী গ্রামের আব্দুস সালামের পুত্র মোঃ মিলন মিয়া(২৭),মোবারক আলীর পুত্র নুরুজ্জামান (৩২),হামিজ উদ্দিনের পুত্র জাহেদুল ইসলাম (৫০),হাফেজ উদ্দিনের পুত্র মজিদুল ইসলাম (৩৫), ভুতছাড়া গ্রামের মৃত্যু ওসমান আলীর পুত্র তালেব মিয়া (৫০),কে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ আটক করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানন, জুয়ারুদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।