গতকাল ২৪ আগস্ট ২০২৩, উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে সৈয়দপুর কেরামতিয়া দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের SSC-2023 এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থান- সৈয়দপুর বাজার, পীরগাছা, রংপুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি এবিএম রেজাউল করিম রাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি আলমগীর বিশাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রধান উপদেষ্টা জামিনুল ইসলাম মুকুল সহ আরো অনেকে।
অতিথিগণ উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন কে ধন্যবাদ জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
সংগঠনটির সভাপতি আলমগীর বিশাল বলেন, আর্ত মানবতার কাজে নিয়োজিত এক ঝাক তরুন তরুণী দ্বারা এই সংগঠন পরিচালিত। আমরা মানুষ কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান, বৃক্ষ রোপণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা সামাজিক সেবা মূলক কাজ করে থাকি।