২৫ আগস্ট/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩০১ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ – এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আসরে ছড়াকার রায়হান আহমেদ রিমন -এর প্রাণবন্ত উপস্থাপনায় লেখা পাঠ করেন মাহমুদ ইলাহী মন্ডল, বিমলেন্দু রায়, জাহিদ হোসেন, সফুরা খাতুন, জাকির আহমেদ, আব্দুল কুদ্দুস, ফারহান শাহীল লিয়ন, এস এম হাবিব, মাসুদ বশীর, রায়হান আহমেদ রিমন, জোসেফ আখতার প্রমুখ । আসরের লেখাগুলো নিয়ে আলোচনা করেন সভাপতি রানা মাসুদ। অভিযাত্রিকের সম্মানিত সহ-সভাপতি সিরাজুন নাহার সাথী গুরুতর অসুস্থ। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার সুস্থতার জন্য আসরে দোয়া করা হয়।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।