স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও “জাতীয় শোক দিবস-২০২৩” উপলক্ষে বিজ এন.জি.ও. এর প্রতিষ্ঠাতা ও এক্সেকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম রবিন, নির্বাহী পরিচালক জনাব মোঃ ইকবাল আহমেদ এবং উপ-নির্বাহী পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় কৃষি কর্মসুচির মাধ্যমে পারিবারিক পৃষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৯শে অগাষ্ট-২০২৩ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় বিজ সমিতি অফিসের উপকারভোগীর মাঝে ১২০০ টি (আম ও কাঁঠাল) ফলদ বৃক্ষের চারা বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানটি কোরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজ মাইক্রোফাইনান্স প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক জনাব মোঃ হানিফ উদ্দিন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত সংস্থার জোনাল ম্যানেজার জনাব মোঃ নাজমুল হুদা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র সংস্থার স্বাস্থ্য কর্মসুচির ব্যবস্থাপক জনাব মোঃ মোজাহার আলী, প্রোগ্রাম সাপোর্ট অফিসার মাহামুদ হাসান ও আঃ লতিফ এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ জনাব মোঃ মোশারেফ হোসেন এর সার্বিক তত্ত¡াবধানে সম্পূর্ণ হয়।