সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” -এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে ‘সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর চিরিরবন্দরে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক মহোদ্বয়ের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠানে উপজেলার সকল স্তরের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ,বিভিন্ন রাজনৈতিক- সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ,ব্যাংক ও এনজিও প্রতিনিধি সহ সকল স্টেকহোল্ডারগণ উপস্হিত ছিলেন। এ সময় উপজেলার সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোয় অন্তর্ভূক্তির লক্ষ্যে বিশদ আলোচনা হয় এবং একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]