রংপুরের পীরগাছায় এই প্রথম উদ্বোধন হলো ফুটবল একাডেমি। বুধবার (৩০আগস্ট) বিকেলে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ একাডেমির উদ্বোধন করা হয়।
পীরগাছা রহিম উদ্দিন ভরসা কলেজের প্রভাষক আহম্মেদ হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজের বাংলা প্রভাষক শাহনেওয়াজ মারুফ ও নিজাম উদ্দিন খাজা, সাবেক খেলোয়াড় তপন কুমার সাহা, মামুন মিয়া, ইসমাইল হোসেন, সাইফুল্লাহ সজীব, জাহাঙ্গীর আলম, সাব্বির হোসেন ও ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রবিউস সানি লিটন প্রমুখ।
উদ্বোধন শেষে পীরগাছা ইউনিয়ন ও অন্নদানগর ইউনিয়ন মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে রেফারির দায়িত্ব পালন করেন বাদশা আলম ও হামিদুল ইসলাম এ্যামিলি।
ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রবিউস সানি লিটন বলেন, খেলাধূলায় পৃষ্টপোষকতার অভাব। মানসিকতার অভাব। আমাদের সন্তানরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। আমরা এমন এক এলাকায় জন্ম নিয়েছি সেখানে ফুটবল আর ক্রিকেট ছাড়া আর কিছু নেই। সেটাও পাইনা।
তিনি আরও বলেন, ফুটবলকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই একটা একাডেমি দরকার। এই একাডেমি আরও আগে করা উচিত ছিল। যদিও আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমি সবার দোয়া চাই, যা নতুন করে শুরু করেছি যা আগামীতে যেন অনেক দুরে এগিয়ে যায়। এই একাডেমিকে এগিয়ে নেওয়ার জন্য সবার পরামর্শ কামনা করছি।