গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপি'র আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দোয়া মাহফিল, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র আহবায়ক বাবুল আহম্মেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র সহ-সভাপতি ও ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। রংপুর বিভাগয়ি সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম সাহান, যুগ্ম আহবায়ক এম এ গফ্ফার মোল্লা, শাহজাহান কিবরিয়া নয়ন, আবু তাহের, মুসা কারিমুল্লাহ, যুবদল সদস্য সচিব আলম জাহান মিন্টু, পৌর যুবদল নেতা আলোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেক দল নেতা গোলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইফ্তেখার হোসেন পপেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়ালসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান শড়ক প্রদখিন করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শেষে কেক কেটে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করেন
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]