যশোরে গতকাল রাত আনুমানিক রাত দশটা কুড়ি মিনিট হতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর গোপন সংবাদের ভিত্তিতে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে বিষাক্ত জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে বিপুল পরিমান জেলি পুশ চিংড়ি নিয়ে সাতক্ষীরার শ্যামনগর হইতে কিশোরগঞ্জ গামী শামীম এন্টার প্রাইজের ০১ টি বাস ও মংলা হইতে ময়মনসিংহ গামী অপর ০১ টি শামীম এন্টার প্রাইজের বাস যশোর মনিহার মোড় হয়ে যাইতেছে।
র্যাব -৬,সিপিসি ৩ কোম্পানির অধিনায়ক কমান্ডার মেজর সাকিব হোসেন বলেন, সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৩১ সেপ্টেম্বর রাত দশটা কুড়ি মিনিট হইতে এক তারিখ রাত আড়াইটা পর্যন্ত র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের চৌকস অভিযানিক একটি দল ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এর আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি দুইটি বাস থামিয়ে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে বিষাক্ত জেলি পুশ করেছে কিনা তা চেক করেন।
এ সময় উক্ত বাস দুইটির একটি রেজি: নং ঢাকা মেট্রো ব-১৪-৭৩০৪ বাসে ১১ টি ককসিট ও অপর একটি রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৭৬১০ বাসে ০৩ টি ককসিট মোট ১২ টি ককসিট ভর্তি বিপুল পরিমাণ (৩৫০ কেজি) চিংড়ি মাছ ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে অস্বাস্থ্যকর/বিষাক্ত জেলি পুশ করার প্রমান পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৪), ৫(৯) লংঘন করায় উক্ত বিধিমালার বিধি ৪(৫), ৫(১০) এর প্রদত্ত ক্ষমতা বলে উদ্ধারকৃত ককসিট ভর্তি জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং রেজি: নং ঢাকা মেট্রো ব-১৪-৭৩০৪ (শামীম এন্টার প্রাইজ) বাসের মালিক শামীম হোসেনকে ষাট হাজার টাকা ও রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৭৬১০ (শামীম এন্টার প্রাইজ) বাসের মালিক বদরুজ্জামান বাবলু (৪৪) পঁয়ত্রিশ হাজার টাকা, সর্বমোট পঁচানব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং জব্দকৃত অস্বাস্থ্যকর জেলি পুশ চিংড়ি উপস্থিত জনগণ, মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]