সুন্দরগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ২৯ গাইবান্ধা -১(সুন্দরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাসুদুর রহমান সহকারি কমিশনার (ভূমি) সুন্দরগঞ্জ, গাইবান্ধা, সুন্দরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনসার আলী সরদার, মোঃ আখতারুজ্জামান সরকার সুজা, প্রধান শিক্ষক ফজলুল হক উচ্চ বিদ্যালয়, মোঃ আহসান হাবিব খোকন প্রধান শিক্ষক বেলকা এমসি উচ্চ বিদ্যালয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিমারি উচ্চ বিদ্যালয়ের (অবসর) প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিঞা ও কাঠগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের (অবসর)প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী প্রামানিক সহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সাংসদ শামীম বলেন, জ্ঞানহীন শিক্ষা জাতিকে কিছুই দিতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে শিক্ষকদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।সারাদেশ তথা সুন্দরগঞ্জে যারা শান্তির নামে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।