বিরামপুরে আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম বিপাকে ভোক্তারা
প্রতিনিধি-দিনাজপুর
বিরামপুরে আবারও বাড়ল এলপিজি গ্যাসের দামে ভোক্তাগণের অভিযোগ উঠেছে। আজ (৭সেপ্টেম্বর-২৩) বিরামপুর উপজেলায় আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম,বিপাকে পড়েছে জনসাধারণ। এবিষয়ে উপজেলার সকল হাট বাজার ঘুরে জানা যায়,আবারও ভোক্তা পর্যায়ে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবিষয়ে গত রোববার (৩ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে বলে জানা যায়। সংস্থাটি জানিয়েছেন এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এবিষয়ে বিইআরসি আরও জানান,১২ কেজির এলপিজির দাম ১ হাজার ১৪০ থেকে থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসের ২ আগস্ট ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে গত জুলাই মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল উক্ত সংস্থাটি। সেইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য,আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫২ টাকা ১৭ পয়সা। যা জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা এবং জুনে ছিল ৫০ টাকা ৯ পয়সা, মে মাসে ৫৭ টাকা ৫২ পয়সা এবং এপ্রিল মাসে ৫৪ টাকা ৯০ পয়সা। সংশ্লিষ্ট গনের সূত্রমতে উক্ত বিজ্ঞপ্তিতে বিইআরসি আরও জানিয়েছে,সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫৫০ মার্কিন ডলার ও ৫৬০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৫৬ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে। এমন অবস্থায় স্হানীয় জনসাধারণ ভোগান্তির মধ্যে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে সাধারণ মানুষ জানান,নিত্য পণ্যের বাজার ঊর্ধ্বমুখী এরমধ্যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। কি করে শামাল দিবে এ নিয়ে হতাশায় পড়েছে জনসাধারণ।
নিত্য পণ্যের বাজার সহ গ্যাসের দাম স্বাভাবিক রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]