পার্বতীপুরে গলায় রশি দিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু।
দিনাজপুরের পার্বতীপুর, উপজেলায় কলেজ ছাত্র গলায় রশি দিয়ে দিপক চন্দ্র দাস (২০) আত্যহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সন্ধা সারে ৭ টার দিক উপজেলার ২ নং মন্মথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড তাজ নগর জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক( এসআই) রায়হান ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
ঘটনা স্থলে গিয়ে যানা যায়,
নিহিত দিপক চন্দ্র ২ নাম্বার মম্মথপুর ইউনিয়ন
তাজ নগর জেলে পাড়া এলাকার মঙ্গলু দাসের বড় ছেলে। পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন, চলমান এইসএসসি পরিক্ষা দিচ্ছেন বাকি আরো ৩ টি পরিক্ষা দিতে পারলেন না দিপক চন্দ্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেমের সম্পর্কের জের ধরে কষ্ট সহ্য করতে না পেড়ে নিজ বাসায় ঘরের ছাদের বড়গায় গলায় রশি দিয়ে ছটফট করছিলেন সেই মুহুর্তে তার পরিবার বুঝতে দেখে তৎক্ষণাৎ রশি কেটে নিচে নামায় এবং পার্শ্ববর্তী ল্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা উপ- পরিদর্শক (এস আই) রায়হান ইসলাম ল্যাম্প হাসপাতালে প্রাথমিক তদন্ত করেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করেন।