বিরামপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
প্রতিনিধি-পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। উক্ত দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৮ সেপ্টেম্বর-২৩) বিরামপুর উপজেলায় সকাল ১০-৩০ মিঃ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্তরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সমাবেত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি আরম্ভ হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,সহকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত কুমার অপু,প্রত্যাশা বাংলাদেশ বিরামপুর শাখার ম্যানেজার মাহফুজুর রহমান রিপন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ প্রমূখ গণ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন স্কুল-কলেজের প্রধান,শিক্ষক,শিক্ষার্থী,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]