দিনাজপুর বাংলা হিলিতে রেলপথ অবরোধ
দিনাজপুর হাকিমপুর উপজেলার বাংলা হিলিতে
রেলপথ অবরোধ,প্রায় সোয়া ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের অন্যতম পথ দিনাজপুর হিলি রেলওয়ে স্টেশন। এই স্টেশনে লাগোয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও দেশের দ্বিতীয় স্থলবন্দর হিসাবে পরিচিতি রয়েছে। দীর্ঘদিন যাবত স্টেশনটিতে স্টেশন মাস্টার ও ঢাকাগামী ট্রেনের স্টপেজ ধারাবাহিকতা না থাকায় রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট সময়ে রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট অবরোধ করে রাখেন স্থানীয় জনসাধারণ। উক্ত বিষয়ে রেল কর্তৃপক্ষের আশ্বাসে স্হানীয় জনসাধারণ অবরোধ প্রত্যাহার করেন। উল্লেখ্য,আগামী এক মাসের মধ্যে রেলওয়ে স্টেশনটির আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনের স্টপেজ ও ভারত থেকে আমদানি করা পণ্য খালাস কার্যক্রমের অনুমতি না দিলে অনির্দিষ্টকালের জন্য রেলপথ আবারও অবরোধ করার ঘোষণা দেন স্থানীয় জনতা। উক্ত রেলপথ অবরোধ ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন স্থানীয় ছাড়াও বীর মুক্তিযোদ্ধা,হিলি নাগরিক কমিটি,শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।
এবিষয়ে জানতে চাইলে স্হানীয়রা বলেন,বিশেষ করে হিলি স্থলবন্দরটি একটি গুরুত্বপূর্ণ স্হান। এখানে পার্শ্ববর্তী ভারত থেকে বাংলাদেশে অনেক পণ্য যাতায়াত করে থাকেন। এখানের রেলস্টেশনে সকল ট্রেন স্টপেজ হওয়া অতিব জরুরি। স্হানীয় ভাবে আমাদের জোর দাবি উক্ত ট্রেন গুলো এখানে দাঁড়ানোর ব্যবস্হা গ্রহণ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জের দাবি জানান।