বিরামপুর শহর থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার
দিনাজপুর বিরামপুরে নিজ দোকান থেকে ফরহাদ হোসেন (২৮) নামের যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর-২৩) বৈকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের কলেজ বাজার এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। উক্ত মৃত ফরহাদ হোসেন বিরামপুর পৌর এলাকা শিমুলতলী (গড়েরপাড়) মহল্লার মো.আমিরুল ইসলামের একমাত্র ছেলে।
এবিষয়ে বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান,স্থানীয়দের দেওয়া সংবাদে পু্লিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করেন। উক্ত লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জানান। এবিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]