যশোরে অস্ত্রধারী সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি জসিম’কে গাঁজাও অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-৬,
যশোর র্যাব - ৬,সিপিসি -৩ কোতোয়ালি থানাধীন পুলের হাট এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী করিমকে হেফাজতে থাকা গাঁজা একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আটক করে।আটককৃত আসামী একরামুলের পুত্র।
র্যাব -৬,সিপিসি -৩ কোম্পানির কমান্ডার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গতকাল ১২ সেপ্টেম্বর গভীর রাতে ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট ১০নং চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া (পূর্বপাড়া) এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এভন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে কেফায়েতনগর এ / এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জসিম উদ্দীন (৪৪), পিতা- মোঃ একরামুল @ ইকরামুল, মাতা- আলেয়া বেগম, স্থায়ী সাং- কেফায়েতনগর, এ/পি - মাহিদিয়া (পূর্বপাড়া), ১৫০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ০১ (এক) টি ওয়ানশুটারগান ও ০২ (দুই) রাউন্ড গুলি তার নিজ বাড়ীর সামনে বালির স্তুপের ভিতরে লুকিয়ে রাখা আছে। অস্ত্রধারী সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি মোঃ জসিম উদ্দীন (৪৪) এর দেওয়া তথ্য মতে তাৎক্ষনিক আভিযানিক দলটি বালির স্তুপের ভিতর থেকে লুকিয়ে রাখা ০১ (এক) টি ওয়ানশুটারগান ও ০২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ জসিম উদ্দীন এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় আরো ০১ (দুই) টি অস্ত্র মামলা ও ০৬ (ছয়) টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]