১কেজি ৭০০ গ্রাম গাজাঁ সহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১কেজি ৭০০ গ্রাম গাজাঁ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড যুগীর হাওলা গ্রামের আঃ নাসির খন্দকার এর ছেলে অপু খন্দকার (২৬) ও মোঃ আবিল মিয়ার ছেলে শাওন (২৩) ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২ টা ১৫ মিনিটের সময় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের যগীর হাওলা গ্রমে খন্দকার বাড়ি অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ আল আমিন ও এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম এর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গাজাঁসহ গ্রেফতার করে।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, আমি মাদক এর সাথে কখনোই আপোষ করিনা।
যে কেউ হোক মাদক এর সাথে জড়িত থাকলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবেনা।
আজ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]