বিরামপুরে পিতাকে নির্যাতন ছেলের বিরুদ্ধে অভিযোগ
প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে পিতাকে বেদম মারপিটে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ। আজ (১৩ সেপ্টেম্বর-২০২৩) দিনাজপুর বিরামপুর উপজেলাধীন পৌরসভার ৭নং ওর্য়াডের চাঁদপুর কলেজ পাড়া মহল্লার উপজেলা সদর গেইটের উত্তর পার্শ্বে অবস্হিত মৃত মোতাহার মোল্লার ছেলে শহিদুল মোল্লা কে তার বসতবাড়ি থেকে যাতায়াতের জায়গাকে কেন্দ্র করে বিবাদী মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৩) তার পিতাকে বেদম মারপিট সহ ধারালো দা দিয়ে খুন ও জখম করার অভিযোগ উঠেছে। এবিষয়ে বাদি শহিদুল মোল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন,গত ১২ সেপ্টেম্বর-২৩ ইং তারিখ বেলা আনুমানিক ২ ঘটিকার সময় বিবাদী তারই ১ম সন্তান মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৩) ৩টি নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে সাক্ষর করিতে বলে। এমন অবস্থায় সাক্ষর করিতে না চাইলে জোরজবরদস্তি চালায় একপর্যায়ে বিবাদী ক্ষিপ্ত হয়ে তার জমিতে জোরপূর্বক টিন দিয়ে যাতায়াতের রাস্তায় বঘাত সৃষ্টি করিতে থাকে। বাধা দিতে গেলে বিবাদী তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করিতে থাকে। একপর্যায়ে আমাকে মাটিতে ফেলে লাথি ঘুষি মারতে মারতে তার বুকের উপর বসে মৃত্যুর উদ্দেশ্যে গলা চিপে ধরে। আমার চিৎকারে তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমান জুয়েল এগিয়ে আসলে বিবাদী তাকেও মারধর করে ছিলা ফুলা জখম করেন। বিবাদী এমন ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দা নিয়ে এগিয়ে আসলে উপস্থিত স্বাক্ষীদ্বয় আমাকে রক্ষা করেন। উক্ত সময়ে স্বাক্ষী সাইফুল ইসলাম মোল্লা পিতা মৃত মোতাহার মোল্লা,সোহেল পিতা শহিদুল মোল্লাসহ আরও অনেকের সাহায্যে কারনে প্রানে রক্ষা পাই। বিবাদী পরক্ষণেই রাগান্বিত হয়ে হত্যার হুমকি প্রদান করে থাকেন।
এবিষয়ে বাদি শহিদুল মোল্লা বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দ্বায়ের করিলে নির্বাহী কর্মকর্তা উক্ত অভিযোগ টি রিকুমেন্ট সহ থানা অফিসার ইনচার্জ কে অনতিবিলম্বে ব্যবস্হা গ্রহণের জন্য প্রেরণ করেন।এবিষয়ে বাদি শহিদুল মোল্লা আরও জানান এখন পর্যন্ত ঘটনা তদন্তের জন্য কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেন নাই।
উল্লেখ্য ১২ সেপ্টেম্বর-২৩ রাত আনুমানিক ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার প্রেরন কৃত অভিযোগ টি ডিউটি অফিসার উপ-পরিদর্শক রুহুলের নিকট জানতে চাইলে তিনি উক্ত অভিযোগ টি মুনসীর নিকট পাঠানো হয়েছে। কিন্ত থানা মুনসী অভিযোগ টি পাওয়া যায় নাই বলে জানান। উক্ত বিষয়ে বাদি শহিদুল মোল্লা উক্ত ঘটনা সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ভাবে পদক্ষেপ গ্রহণ করার জোরদাবি জানান।