গাইবান্ধায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান
শহীদুল ইসলামশহীদ,গাইবান্ধা প্রতিনিধি
গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি গাইবান্ধা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা: মো. আমিনুল ইসলাম।
সংগঠনের জেলা সভাপতি গ্রাম ডা: মো. মোজাহারুল ইসলাম রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডা: সুমন মিয়ার সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আহসান হাবিব, বিসিডিএস জেলা সভাপতি আব্দুর রশিদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া, আশরাফ হোসেন, খন্দকার রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, গ্রাম ডা: জাহেদুল হক লিচু, উজ্জল চন্দ্র বর্মন, মো. মামুন মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]