ফুলপুরে মোটর সাইকেল সহ চোর আটক।
সুত্রঃ ফুলপুর থানার।
এফআই আর নং-১৪, তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-২৪১, তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০২৩; সময়- ২৩.১০ ঘটিকা ধারা- 379 The Penal Code, 1860; ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব,মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম মহোদয় এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার জনাব আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর সার্কেল উনার তত্ত্বাবধায়নে জনাব আব্দুল্লাহ আল মামুন অফিসার ইনচার্জ ফুলপুর থানা সার্বিক দিক নির্দেশনায় ও একান্তিক সহযোগিতায় ফুলপুর থানার মামলা নং- ১৪ তারিখ ১৩/০৯/২০২৩ ধারা-৩৭৯ পেনাল কোডের তদন্ত কর্মকতা এস আই মোফাখখির উদ্দিন সঙ্গীয় এএসআই মোঃ আলমগীর হোসেন ও কং সোহেল রানা সহ মামলাটি তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন করিয়া ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করিয়া ঘটনার সাথে জড়িত আসামী মনিরুল ইসলামকে গত ১৪/০৯/২০২৩ তারিখ গ্রেফতার করে । আসামী মনিরুল ইসলাম এর দেওয়া তথ্য মতে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত চুরির ঘটনায় পিছনে জড়িত বেশ কিছু চোরদের তথ্য প্রমান পাওয়া যায়।
তদন্তকারী অফিসার বাদীকে সাথে নিয়া চুরি যাওয়া মোটর সাইকেল ও চোরদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা কালে তথ্য প্রমান ও প্রযুক্তি বিশ্লেষণ করিয়া উক্ত আসামী মো. আজাদ মিয়াকে নেত্রকোনা সদর থানার পুলিশের সহায়তায় মো. আজাদ মিয়া (৩২), পিতা-আবু চান মিয়া, মাতা-হাওয়া আক্তার খাতুন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- মেদনী (বড়ওয়ারী) , উপজেলা/থানা- নেত্রকোনা, জেলা -নেত্রকোনাকে ইং ১৪/০৯/২০২৩ তারখি বিকাল ১৬.৩০ ঘটিকার সময় তাহার বসত বাড়ি হইতে গ্রেফতার করা হয় এবং তাহার হেফাজত হইতে বাদী চুরি যাওয়া গাড়ীটি বাদীর সনাক্ত মতে উদ্ধার করে। গাড়ীটির প্রকৃত চেসিস ও ইঞ্জিন নাম্বার পরিবর্তন করে উক্ত আসামী মোটর সাইকেলর চেসিস ও ইঞ্জিন নম্বর পরবর্তী করিয়া নতুন ইঞ্জিন ও চেসিস নম্বর ফেলে নতুন স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড তৈরী করে। উভয় আসামিদ্বয়কে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। মোটরসাইকেল চোর চক্রের সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।ফুলপুরে মোটর সাইকেল সহ চোর আটক।