অভিযাত্রিকের ২৩০৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকেল পাঁচটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩০৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
কবি ময়নুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত কবিতা, ছড়া, গল্প প্রবন্ধ পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, জোসেফ আখতার, মাহমুদ ইলাহী মণ্ডল, মাসুদ বশীর, নাহিদা ইয়াসমিন, সাঈদ সাহেদুল ইসলাম, ফারহান শাহীল লিয়ন, জাকির আহমদ, ময়নুল ইসলাম, রায়হান আহমেদ রিমন, মাহাতি মানসির, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ সায়েম, মোহাম্মদ মঈন প্রমুখ।
আসরে পঠিত লেখা নিয়ে তাৎক্ষণিক আলোচনা করেন সাঈদ সাহেদুল ইসলাম।
অভিযাত্রিক সহসভাপতি সিরাজুন নাহার সাথীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
২৩০৪ তম আসরের সভাপতিত্ব করেন মাসুদ বশীর। তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে আসর শেষ করা হয়।