রংপুর থেকে দিনাজপুর অভিমুখে বিএনপির বিভাগীয় রোডমার্চ এর ঘোষণায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: দফা এক দাবি এক-চিরিরবন্দরের রাণীরবন্দরে মির্জ ফখরুল ইসলাম আলমগীর,,,
মোঃআকতারু জ্জামান স্টাফ রিপোর্টার
রংপুর থেকে দিনাজপুর অভিমুখে বিএনপির বিভাগীয় রোডমার্চ শুরু বিকেল,মিছিলে
মুখর দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দরে, শনিবার সকালে রোডমার্চের মঞ্চ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর-খানসামা উপজেলার সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া প্রমুখ। শনিবার সকালে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত বিএনপি’র বিভাগীয় তারুণ্যের রোডমার্চ কর্মসূচি আজ শনিবার। বিকেল ৩টায় রাণীরবন্দর সুইহারী বাজার চত্বরে রোডমার্চ শুরু হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে এই রোডমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোডমার্চ শুরুর আগে আজ সকাল ১০টা থেকে রংপুর বিভাগের দিনাজপুর জেলার ও বিভিন্ন উপজেলা থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস,বাস, মিনিবাস, মোটরসাইকেলে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশ এলাকা রাণীরবন্দর।