উজিরপুরে বিয়ের সাত মাসের মাথায় লাশ হয়ে ফিরতে হলো অর্পণা।
মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ-//বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে রহস্যজনক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার বান্না গ্রামের নিরঞ্জন হালদারের পুত্র সজিব হালদারের সাথে গত ৭ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ী গ্রামের অমল চন্দ্র বাইনের মেয়ে কলেজ পড়ুয়া অর্পণা বাইনের সাথে পরিবারের অমতে বিয়ে হয়।ঠিক তার ৭ মাস পরেই অর্পনার ঝুলন্ত লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ ।অর্পনার পরিবার ও স্থানীয়রা আরো জানান, অর্পনার শরীরের বিভিন্ন অংশে রক্তমাখা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে অর্পনার মা বাবা জানান,আমার মেয়েকে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে আত্মহত্যা নাটক সাজিয়েছি। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না।তাকে হত্যা করা হয়েছে।আমি এ হত্যার বিচার চাই। উজিরপুর মডেল থানার এস আই সজীব মন্ডল জানান, লাস উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান এ বিষয়ে উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।