#হিজড়াদের_তান্ডবে_অতিষ্ঠ_এলাকাবাসী!
ঢাকার ধামরাইয়ে হিজড়াদের তান্ডব ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। কারো বিয়ে কিংবা সন্তানের জন্ম হলে খবর পেয়ে তারা মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গালি-গালাজসহ অশ্লীল অঙ্গভঙ্গি দেখাতেও কার্পন্য করছেনা। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এমনি একটি ঘটনা ঘটেছে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায়।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, পুরো গ্রামের মানুষ হিজড়াদের ভয়ে কিছু বলতে সাহস পায় না। তাদের কিছু বললেই কাপড় খুলে গালি-গালাজ করে মারতে আসে এবং বাচ্চা নিয়ে যেতে চায়। এদের কাছে মানুষ জিম্মি হয়ে আছে। থানা পুলিশকে জানালে তারা হিজড়াদের কিছু টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করে নিতে বলে। কিন্তু এদের আচরন ঠিক করার জন্য কোন পদক্ষেপ নেয়া হয় না। হিজড়াদের এমন তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের নিকট তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]