নদী বাঁচাও,দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৩ উপলক্ষে গ্রীন ভয়েস(Green Voice) সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে
সুন্দরগঞ্জ উপজেলার হলহলি,মরুয়াদহ ও তিস্তা নদী সহ দেশের সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ ব্রিজে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস(Green Voice) সুন্দরগঞ্জ উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন
তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু, গ্রীন ভয়েস সুন্দরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ মোঃ আতাউর রহমান মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাকিল, শরীফুজ্জামান সাগর, জাকির হোসেন, আমিনুল ইসলাম, বাবু মিয়া, কামরুল মিয়া সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই মানববন্ধনে সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাইদুল এর শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, নদী দূষন, নদীর অবৈধ দখলসহ যে সব সমস্যা সৃষ্টি হয়েছে তা মানুষের কারনেই হয়েছে। কিন্ত আমরা ভুলে গেছি মানুষ যে পরিবেশে বেঁচে আছে সেই পরিবেশ বাঁচাতে নদী রক্ষা করতে হবে। কারন পরিবেশের ক্ষতি হলে মানুষ বাঁচতে পারবে না।
তাই আসুন আমরা সবাই মিলে নদীকে রক্ষা করি। নদী খনন করা অত্যন্ত জরুরি, নদী খনন না করার কারণে অনেক মানুষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা চাই নদী গুলো খনন করা হোক এবং এর মাধ্যমে নদীর সঠিক ও স্বাভাবিক গতি ফিরে আসুক।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]