চিরিরবন্দর আমতলীতে বজ্রপাতে একজন নিহত
চিরিরবন্দর আমতলীতে বজ্রপাতে রশিদুল ইসলাম বাবু (৩০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে । ২৪ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে ।
নিহত রশিদুল ইসলাম চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনটি ইউনিয়নের সাহাপুর ঝাড়পুকুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন রশীদুল । ওই সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রপাতে ঘাতে ঘটনাস্থলেই নিহত হন রশীদুল ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ বজলুর রশিদ বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন সহায়তা হিসাবে দশহাজার টাকা প্রদান করা হয় ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]