বদরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ শিক্ষার্থী আত্নহত্যা
রংপুরের বদরগঞ্জে কলেজ শিক্ষার্থী (১৬)পূজা মহন্ত গলায় দড়ি দিয়ে আত্নহত্যার খবর পাওয়া গেছে। মারা যাওয়া পূজা পৌরশহরে ৪নং ওয়ার্ডের সাহাপাড়া মমিননগর গ্রামের সঞ্জয় মহন্তের মেয়ে।
পূজা খোলাহাটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পাশাপাশি তিনি একজন ক্ষুদে নাট্য শিল্পী ছিলেন।
স্হানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার ভাইয়ের সঙ্গে মুঠোফোন নিয়ে কথা কাটাকাটি হয় পূজার।
পরে এক পর্যায়ে ঝগড়া হয়।
এ থেকে পূজা,পরিবারের সবার অজান্তে
গলায় দড়ি দেয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন বদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হলে ঐ রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসা নেওয়ার পর শুক্রবার বিকেলে তার মৃত্য হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, একজন কলেজ শিক্ষার্থীর আত্নহত্যা খবর পেয়েছি পরে শুনেছি রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যু হয়েছে।