দৃষ্টিনন্দিত ৩য় টার্মিনাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
শনিবার (৭ অক্টোবর /২০২৩) সকাল ১০:১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩য় টার্মিনাল এসে পৌছান। এসময় দেশের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য প্রদর্শন করে প্রধানমন্ত্রী কে স্বাগত জানানো হয়। এরপর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ এর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।
এরপর মুল অনুষ্টানে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল এম মফিদুর রহমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল সফট ওপেনিংয়ের মধ্য দিয়ে দেশ-বিদেশের মানুষের জন্য একটি নতুন প্রযুক্তি সম্বলিত টার্মিনালের দ্বার উন্মোচিত হলো। এরইমধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে এই টার্মিনালের। ২০২৪ সালের ডিসেম্বরে দেশ- বিদেশের যাত্রীরা এ টার্মিনালে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।