ফুলবাড়ীতে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধ এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
নতুন ভবন উদ্বোধনী শেষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপত্বি করেন, অত্র বিদ্যালয়ে মেনেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশ ও জাতিকে উন্নত করতে সুশিক্ষার বিকল্প নেই, আমাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের ভূমিকা বাড়াতে হবে, শিক্ষকরা চাইলেই ভালো শিক্ষার্থী এবং ভালো জাতি তৈরি করা সম্ভব।
সরকার বিদ্যালয়গুলোতে নতুন নতুন ভবন দিয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা এবং যথাযথ ভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব।
তাই আসুন সবাই মিলে সুশিক্ষিত জাতি করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌরপ্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী মামুন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার মোঃ এছার উদ্দীন, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী উপজেলা আওয়াীলীগের অন্যতম সদস্য হাসান মেহেদী রুবেল, ফুলবাড়ী পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ হোসেন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুশফিকুর রহমান রিয়াদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয় সকল শিক্ষক বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিলেন, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমন্ত্রনে ছিলেন, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]