মুন্সীগঞ্জ-২ আসনের রাজনীতিবিদ হিসেবে সাগুফতা ইয়াসমিন এমিলি।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা রাজনীতিবিদ হিসেবে সাগুফতা ইয়াসমিন এমিলি।
রাজনৈতিক প্রসঙ্গে সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে আরও শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, তার নেতৃত্বের মূলে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন অগ্রগতির এধারা অব্যাহত রাখতে শক্তিশালী হিসেবে আরও সুসংগঠিত করে গড়ে তুলতে হবে ২০২৪ সালে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনে আমরা সারাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, তা অব্যাহত রাখতে সাংগঠনিকভাবে আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে। আমাদের কোথাও কোনো ভুল আছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]