বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
দিনাজপুর বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন যুবক নিহত হয়েছে। উক্ত নিহত যুবক দিনাজপুর বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নের দিওড় গ্রামে এন্তাজুল ইসলাম নানার বাড়িতে (দিওড় দক্ষিণ পাড়ায়) থাকত নিহত সাফিন (১৭)। আজ (১৬ই অক্টোবর ২০২৩) দিনাজপুর বিরামপুরে দিওড় ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কে আজ আনুমানিক ১২:৪৫ মিনিট সময়ে দিওড় বটতলী সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে কাভার্ড ভ্যানের সহিত সংঘর্ষে এমন ঘটনা ঘটে। নিহত শাফিন স্থায়ী ঠিকানা ছিল পাঁচবিবি থানার ভিউডুবা মহল্লার শাহিনুর ইসলামের ছেলে। সে নিয়মিত ভাবে দিওড় গ্রামে তার নানার বাড়িতে থাকতো। উক্ত ঘটনা স্বরজমিনে জানা যায়,নিহত সাফিন প্রতিদিনের ন্যায় তার মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক মহাসড়কে যাতায়াতের সময় এমন দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনসাধারণ গুরুতর অবস্থায় সাফিন কে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার উক্ত ঘটনার নিশ্চিত করেন। তিনি আরো জানান,উক্ত দুর্ঘটনায় কাভাড ভ্যানটি ধরা যায়নি। উক্ত বিষয়ে নিহতের স্বজনদের সাথে আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]