বিরামপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মন্দিরে সরকারি ত্রান কার্য ডি,ও বিতরণ
দিনাজপুর বিরামপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মন্দিরে সরকারি ত্রান কার্য ডি,ও বিতরণ করা হয়েছে। আজ ( ১৫ অক্টোবর -২৩) দিনাজপুর বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সকাল ১২ ঘটকার সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আছমা বানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে সরকারি ভাবে ত্রানকার্য ডি,ও বিতরণ সহ সমাজসেবা অফিস কর্তৃক অসুস্থ ও দীর্ঘমেয়াদি রোগীদের মাঝে নগদ অর্থ ও চেক প্রদান করেন।
আদিবাসী নৃগোষ্ঠীর ছেলেমেয়ে দের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,প্রধান অথিতি শিবলী সাদিক,মাননীয় জাতীয় সংসদ সদস্য ১১ দিনাজপুর -৬ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিরামপুর পৌরসভার মেয়র,অধ্যক্ষ আক্কাস আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান,উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি,সুবেশ কুমার কুন্ডু, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,সুব্রত কুমার সরকার,খানপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,চিত্ত রঞ্জন পাহান,কাটলা ইউনিয়ন চেয়ারম্যান,ইউনুস আলী, বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল,ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম
সহ প্রমুখ গণ উপস্থিত ছিলেন। আসন্ন দূর্গাপুজা উদযাপন উপলক্ষে সংসদ সদস্য তার নিজ তহবিল থেকে ৪২টি মন্দিরে ৫ হাজার টাকা প্রদান করেন। উপজেলা সমাজসেবা থেকে ৩৬টি মন্দিরে ৫০ হাজার টাকা,২৬ জনের মাঝে আর্থিক সহায়তা ৪২ হাজার টাকা প্রদান করেন। ৪২ টি মন্দিরে চাল ও জি আর ৫০০ শত কেজি চাল বিতরণ করেন।
এ সময় উপজেলার সকল মন্দিরের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।