সুন্দরগঞ্জে স্বামীর লিঙ্গ কেটে নিয়ে উধাও স্ত্রী
সুন্দরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। গুরুতর আহত আমিনুল রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন স্বজনরা। এদিকে লিঙ্গ কেটে নিয়ে উধাও হয়েছেন স্ত্রী আকলিমা বেগম।
সোমবার (১৬ অক্টোবর) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান লিঙ্গ কাটার সত্যতা নিশ্চিত করে জানান, আমিনুল-আকলিমা দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার রাতে দ্বিতীয় বিয়ে করেন আমিনুল। এতে প্রথম পক্ষের স্ত্রী ক্ষুব্ধ হয়ে রোববার গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। আহত যুবক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে প্রথম স্ত্রী আকলিমা বেগম পলাতক আছেন।
স্থানীয়রা জানান, পাঁচ/সাত বছর আগে সোনারায় গ্রামের ভোলা মিয়ার মেয়ে আকলিমা বেগমের সঙ্গে বিয়ে হয় আমিনুলের। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার রাতে একই ইউনিয়নের মধ্য চন্দ্রপাড়া গ্রামের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন আমিনুল। এতে প্রথম পক্ষের স্ত্রী ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই রোববার গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন প্রথম স্ত্রী। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আমিনুলকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে নিয়ে ভর্তি করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রেজওয়ান আহমেদ বলেন, আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, আমিনুলকে রংপুর মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল