রংপুরের পীরগাছায় প্রতিষ্ঠার ১৪বছর পর বহুল প্রতীক্ষিত রমজান আলী মুনশি কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্ত ঘোষণা
সোহেল রানা (পীরগাছা)
রংপুরের পীরগাছায় প্রতিষ্ঠার ১৪বছর পর বহুল প্রতীক্ষিত রমজান আলী মুনশি কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্ত ঘোষণা করা হয় মঙ্গলবার (১৭ অক্টোবর) যুগ্ম সচিব জহিরুল ইসলাম তার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। রমজান আলী মুনশি কলেজ ছাড়াও ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচিত আরও ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার (এমপিও) ঘোষণা করা হয়।
এ ব্যাপারে কলেজের গভর্ণিং বডির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী তার ফেসবুক পেজে এমপিওভূক্তির সীট শেয়ার করে লিখেন- স্বপ্ন বাস্তবায়িত হলো। স্বপ্ন দেখেছিলেন তাম্বুলপুরের মানুষ। অবহেলিত জনপদের এ অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠায় ধারাবাহিক সংগ্রাম করেছেন তাম্বুলপুরের অনেকেই। মানুষের সংগ্রামের যাত্রাপথে ওই সংগ্রামের সারথি হন বীর মুক্তিযোদ্ধা, আজকের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। তিনি তাঁর প্রয়াত পিতা মুক্তিযোদ্ধা রমজান আলী মুনশির নামে কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই টিপু ভাইকে। কৃতজ্ঞতা জানাই তাম্বুলপুরের সকল স্তরের জনগণসহ কলেজ গভর্নিং বডির সকল সদস্য, কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজওয়ান হোসেন তার ফেসবুক পেজে লিখেন-আমার স্বপ্ন আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় রমজান আলী মুনশি কলেজ এমপিও ঘোষণা হলো। আপনারা সকলেই আমার ও প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যেন কলেজটির উত্তরোত্তর সুনাম বয়ে আনতে পারি।
রমজান আলী মুনশি কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্ত ঘোষণা হওয়ায় সবশ্রেণির মানুষের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উল্লাস। কেউ কেউ প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, রমজান আলী মুনশি কলেজটি ২০০৯ সালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি তার প্রয়াত বাবা মুক্তিযোদ্ধা রমজান আলী মুনশির নামে প্রতিষ্ঠা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]